আমাদের সম্পর্কে

লক্ষ্য ও উদ্দেশ্য

নীলাচল এর লক্ষ্য

আসসালামু আলাইকুম, নীলাচল ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, সরকার অনুমোদিত একটি আর্থিক প্রতিষ্ঠান। স্বল্প আয়ের মানুষের ক্ষুদ্র পুজিকে লাভজনক খাতে বিনিয়োগ করে একটি বড় পুজিতে পরিণত করে তাদেরকে সরাসরি ব্যবসায় নিয়োজিত করে স্বাবলম্বী করায় প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

নীলাচল এর উদ্দেশ্য

  • সদস্যদেরকে সঞ্চয় মুখী করা এবং বেকারত্ব হ্রাস ও আর্থসামাজিক উন্নয়ন করা।
  • বৈধ উপায়ে সদস্যদের সঞ্চিত অর্থ বিনিয়োগের মাধ্যমে আর্থিক মুনাফা অর্জন করে সদস্যদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা।
  • সদস্যগণ ও তাদের সন্তান এবং এলাকার দরিদ্র শিশুদের শিক্ষার জন্য উৎসাহ প্রদান ও সহায়তা করা।
  • সদস্যদের সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে তহবিল সৃষ্টি করা এবং উক্ত তহবিল পুনরায় সদস্যদের মাঝে ঋণ প্রদান করা।
  • সমাজের মধ্যে দারিদ্র্য ও অসহায় ব্যক্তিদের আর্থিকভাবে সহায়তা প্রদান।

ডিজিটাল সেবা

দেশ যখন ডিজিটাল হচ্ছে তবে কেন পিছিয়ে থাকবো আমরা, তাই প্রযুক্তির ছোয়া লেগেছে আমাদের সমিতির মধ্যে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে নীলাচল ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর মোবাইল অ্যাপ নিচে লিংক দেয়া আছ। সমিতির সকল সদস্যদের অনুরোধ করছি এপটি ডাউনলোড করার জন্য।

মোবাইল অ্যাপ ব্যবহারে সুবিধা সমুহ

  • সমিতি মোবাইল এপ ব্যবহার করে গ্রাহক তার নিজের একাউন্টে লগিন করতে পারে!
  • নিজেই নিজের শেয়ার / সঞ্চয় / কিস্তি / মাসিক সঞ্চয় / স্থায়ী সঞ্চয় এর তথ্য দেখতে পারে!
  • নিজেই নিজের জন্য ঋণ আবেদন করতে পারে!
  • নিজের লেনদেনের হিসাব দেখতে পারে!
  • অন্যকে রেফার করে ভর্তি করতে পারবে!
  • নিজের সঞ্চয় বা ঋণের কিস্তির টাকা জমা / উত্তোলন করতে পারবে বিকাশের / নগদের মাধ্যমে!