ডিপিএস

ডিপিএস (DPS) স্কিম

মাঠ পর্যায়ে সঞ্চয়কারীদের সুবিধার জন্য মাসিক সঞ্চয় প্রকল্পের অনুরূপ ডিপিএস সুবিধা প্রদান করা হয়।

  • নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে মেয়াদী মুনাফা অর্জন।
  • ১ বছর পূর্ণ হওয়ার পর লভ্যাংশ প্রদান।
  • যেকোনো সময় সঞ্চয় উত্তোলনের সুবিধা (শর্ত প্রযোজ্য)।

মাসিক সঞ্চয় প্রকল্প

  • ১ বছরের পূর্বে হিসাব বন্ধ করলে কোন লভ্যাংশ পাওয়া যাবে না।
  • নির্ধারিত সময়ের পূর্বে হিসাব বন্ধ করতে চাইলে ১০০ টাকা কর্তন করা হবে।
  • যেকোনো সময় চাইলে টাকা উত্তোলন করা যাবে।
  • হিসাবের লভ্যাংশ বছর শেষে আনুমানিক ১০% হারে প্রদান করা হবে।
মাসিক জমা১ বছরে জমামুনাফাসহ ফেরত
৫০০৬০০০৬৬০০
১০০০১২০০০১৩২০০
১৫০০১৮০০০২০০০০
২০০০২৪০০০২৬৮০০
২৫০০৩০০০০৩৩০০০
৩০০০৩৬০০০৪০০০০